বাংলাদেশের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি ভারতের ক্রিড়াভিত্তিক গণমাধ্যম স্পোর্টসকিডাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পছন্দের ওয়ানডে একাদশে কারা আছেন জানিয়েছেন।
তিনি সর্বোচ্চ সংখ্যক খেলোয়াড় রেখেছেন ভারতের। এছাড়াও অস্ট্রেলিয়া পাকিস্তানের দুজন করে রেখেছেন। শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের একজন করে খেলোয়াড় রেখেছেন।
সাকিবের সর্বকালের ওয়ানডে একাদশে উদ্বোধনী জুটি তে থাকছেন ভারতের শচীন টেন্ডুলকার ও পাকিস্তানের সাঈদ আনোয়ার। তিন নাম্বার পজিশনে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার ক্রিস গেইল।চার নাম্বার পজিশনে থাকছেন সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরিয়ান বিরাট কোহলি ।পাঁচ নাম্বার পজিশনে থাকছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ছয় নাম্বার পজিশনে থাকছেন ভারতের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান মাহিন্দ্র সিং ধোনি,এখানেও তিনি উইকেট কিপার ও অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সাত নাম্বার পজিশনে নিজেকেই রেখেছেন বাংলাদেশের পোস্টার বয় বিশ্বের সেরা অলরাউন্ড সাকিব আল হাসান।
ক্রিকেট ইতিহাসের দুই কিংবদন্তি স্পিনার থাকছেন আট ও নয় নাম্বার পজিশনে তারা হলেন শ্রীলংকান মত্তিয়া মুরলিধন ও অস্ট্রেলিয়ার সেন ওয়ার্ন।পেস এটাকে থাকছেন দুই কিংবদন্তি পেশার গ্রেন ম্যাকগ্রা ও ওয়াসিম আকরাম
এক নজরে দেখে নেই সাকিব আল হাসানের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ।
- শচীন টেন্ডুলকার
- সাঈদ আনোয়ার
- ক্রিস গেইল
- বিরাট কোহলি
- জ্যাক ক্যালিস
- মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক)
- সাকিব আল হাসান
- মুত্তিয়া মুরালিধরন
- শেন ওয়ার্ন
- ওয়াসিম আকরাম
- গ্লেন ম্যাকগ্রা