লা-লীগায় অভিষেকের পর টানা তিন ম্যাচ গোল না পেলেও অবশেষে গতরাতে গোলের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ানএমবাপ্পে। আলোড়ন তুলে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই ফরাসি ফরোয়ার্ড গতকাল রিয়াল বেতিসের বিপক্ষে দুটি গোল করেছেন। রিয়াল বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের ব্যবধানও ২-০।
ম্যাচের পর এমবাপ্পে বলেছেন, ‘আমার মধ্যে যে চাপ ছিল, সেটা ছিল দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। আমি সারা জীবনই গোল করেছি, ভবিষ্যতেও করব। গোল আসবেই। টানা তিন ম্যাচে গোল না পাওয়াটা আমার জন্য বড় ব্যাপারই ছিল। কিন্তু এমনটা হতেই পারে। আমার ওপর সতীর্থদের আত্মবিশ্বাস আছে।’
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এমবাপ্পের প্রথম ম্যাচ ছিল উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে। ম্যাচটিতে গোল করেছিলেন তিনি ও প্রথম শিরোপা জেতেন। কিন্তু লা লিগায় মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ ও লাস পালমাসের বিপক্ষে গোলহীন ছিল এমবাপ্পে। চাপের কারণেই এমন হচ্ছে কি না প্রশ্নও শুনতে হয়েছিল এমবাপ্পেকে।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চাপ বিষয়ক প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, ‘কোনো চাপ নেই। এটাই ফুটবল। আমার সামর্থ্য আছে। আমি এখানে কিলিয়ান হতে এসেছি। কোনো চাপ নেই। আমি আনন্দিত। আমি কাজ করতে চাই।’
রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রথম গোলের মুহূর্ত সম্পর্কে এমবাপ্পে বলেন, ‘এটা দুর্দান্ত মুহূর্ত ছিল। ঐতিহাসিক এই স্টেডিয়ামে আমি গোলের অপেক্ষায় ছিলাম। সমর্থকেরা আমাকে দারুণ সহায়তা করেছে। এমনকি যখন গোল করিনি, তখনো।’
লা লিগায় ৪র্থ রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর রিয়ালের মতো সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে আতলেতিকো মাদ্রিদ তিন এবং ভিয়ারিয়াল চারে অবস্থান করছে।