আজকে নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ইতোপূর্বে ৩বার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে দুই ও নেপালের কাছে একবার ফাইনালে হেরে স্বপ্নভঙ হয়।
সেই ভারতকেই এবার সেমিফাইনাল থেকে বিদায় করে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বাংলাদেশের যুবাদের সামনে। আগামী বুধবার ফাইনালে সাফের অধরা ট্রফিটি উঁচিয়ে ধরতে শেষ বাধা স্বাগতিক নেপাল।
সেমিফাইনালে বাংলাদেশ জিতেছে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। যুবাদের টুর্নামেন্ট বলে অতিরিক্ত সময়ের ৩০ মিনিট খেলতে হয়নি। ৯০ মিনিট পর সরাসরি টাইব্রেকারে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয়। ম্যাচ টাইব্রেকারে গড়ালে ভারতের নেয়া প্রথম শট বদলি গোলরক্ষক আসিফ ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেয়ার পরই ম্যাচের ভাগ্য কিছুটা ঝুলে পড়ে বাংলাদেশের দিকে।
বাংলাদেশ টানা ৪ শটে গোল করলে ভারতের শেষ শটটি হয়ে যায় চ্যাম্পিয়নদের জন্য টিকে থাকার শেষ সুযোগ। কিন্তু ভারতকে সেই সুযোগ দেননি আসিফ। তাদের পঞ্চম শটটি রুখে দিয়ে কাঠমান্ডুর মাঠে ফাইনালে তুলে দেন বাংলাদেশকে।
সেমিফাইনালের প্রতিপক্ষ ভারত হওয়ায় বাংলাদেশের জন্য বাড়তি প্রেশার ছিলো। সেই প্রেশার সামলিয়ে বাংলাদেশ আরও একবার যুবাদের সাফের ফাইনালে।