Press ESC to close

লর্ডসে রেকর্ডময় সেঞ্চুরি রুটের

চাইলেই বুনো উদযাপন করতে পারতেন জো রুট। তবে রেকর্ড সেঞ্চুরি করার পরেও উদযাপনটা বলা যায় সাদামাটাই করলেন ইংল্যান্ডের ব্যাটার। হয়তো যাঁর রেকর্ড ভেঙেছেন তাকে সম্মান জানাতেই এমন উদ্‌যাপন রুটের। নিজের রেকর্ড ভাঙার স্বাক্ষী স্বয়ং হয়েছেন স্যার অ্যালিস্টার কুক। রুট যখন তাঁর সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন তখন বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালিষ্টের হয়ে লর্ডসে ধারাবিবরণী দিচ্ছিলেন কুক।

রেকর্ড সেঞ্চুরির উদ্‌যাপন করতে রুট যখন শূন্যে লাফ দিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুড়ছিলেন তখন হাততালি দিয়ে একসময়কার সতীর্থকে স্বাগত জানান কুক। সাবেক ইংল্যান্ড অধিনায়কের রেকর্ড যে ভেঙে যাবে তা জানাই ছিল। লর্ডসের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে তাঁর পাশে বসেন। আর দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের ৩৩ টাকে পেছনে ফেলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েন রুট। ৩৩ বছর বয়সী ব্যাটার রেকর্ড ৩৪ সেঞ্চুরি করার পথে ক্যারিয়ারে প্রথমবার দুই ইনিংসে সেঞ্চুরিও পেয়েছেন।

সেঞ্চুরি করার পর চিরচেনা উদ্‌যাপন করেন রুট। শুরুতে শূন্যে লাফ দিয়ে মুষ্টিবদ্ধ হাত ছোঁড়ার পর ‘পিংকি ফিঙ্গার’ উদ্‌যাপন করেন। লাল বলের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে শ্রদ্ধা জানাতেই এমনটা করেন তিনি। রক এ্যান্ড রোল মিউজিকের কিংবদন্তি এলভিস পিসলির বড় ভক্ত ম্যাককালাম। ম্যাককালাম শেখানোর সময় অনুশীলনে মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি গায়কের মতো অঙ্গভঙ্গী করেন বলেই সেঞ্চুরি করার পর গুরুকে সম্মান জানাতেই ডান হাতের আঙুলের কনিষ্ঠা উচিয়ে ধরে উদ্‌যাপন করেন রুট।

লর্ডসের অনার্স বোর্ডে সর্বোচ্চ ৮ বার নাম তোলা ক্রিকেটারও রুট। টেস্টের ৭ বারের বিপরীতে একবার ওয়ানডের সেঞ্চুরি দিয়ে। এতে করে ইংল্যান্ডের হয়ে একই মাঠে সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটারও এখন তিনি। আজকের আগে সমান ৬ টা সেঞ্চুরি করে গ্রাহাম গুচ ও মাইকেল ভনের সঙ্গে ছিলেন রুট। গুচ-ভন দুজনই রুটের মতো ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডসেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

রুটের জন্য যেন রেকর্ডের ডালি সাজিয়ে অপেক্ষায় ছিল লর্ডস। প্রথম ইনিংসের ১৪৩ রানের বিপরীতে দ্বিতীয় ইনিংসে করেন ১০৩ রান। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের আগে এই মাঠেই দুই ইনিংসে সেঞ্চুরি পান জর্জ হেডলি, ভন ও গুচ। চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়া রুট সবমিলিয়ে সেঞ্চুরির তালিকায় ৯ নম্বরে। ১০০ সেঞ্চুরি নিয়ে সবার শীর্ষে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

ফিল্ডার হিসেবে একটি রেকর্ড গড়েছেন রুট। টেস্টে বিশ্বের চতুর্থ ফিল্ডার হিসেবে ২০০ ক্যাচ নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। তার আগে এই কীর্তি গড়েছেন রাহুল দ্রাবিড় (২১০), মাহেলা জয়াবর্ধনে (২০৫) এবং জ্যাক কালিস(২০০)। সামনে আরো অনেক রেকর্ড অপেক্ষা করছে রুটের জন্য। তার মধ্যে খুব কাছে ইংলিশদের হয়ে কুকের করা টেস্টের সর্বোচ্চ রান। কুকের ১২৪৭২ রান থেকে মাত্র ৯৫ রানে দূরে আছেন তিনি। বর্তমানে তার রান ১২৩৭৭। দীর্ঘ সংস্করণে ইংল্যােন্ডের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পথে অবশ্য ছাড়িয়ে যাবেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে। বর্তমানে ১২৪০০ রান নিয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের তালিকায় রুটের এক ধাপ উপরে অর্থাৎ ৬ নম্বরে আছেন।

ছেলের রেকর্ডময় ইনিংস গ্যালারিতে বসে দেখেছেন রুটের বাবা ম্যাট রুট। রুট যখন আউট হয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন তখন তাকে অভিনন্দন জানিয়ে যেন সিনিয়র রুট আর্শীবাদ দিচ্ছিলেন অন্য রেকর্ডগুলো যেন দ্রুত ভাঙতে পারেন তার কিংবদন্তি পুত্র।

ফেসবুকে খেলার কলামের সাম্প্রতিক আপডেট

This message is only visible to admins.
Problem displaying Facebook posts. Backup cache in use.
Click to show error
Error: The user must be an administrator, editor, or moderator of the page in order to impersonate it. If the page business requires Two Factor Authentication, the user also needs to enable Two Factor Authentication. Type: OAuthException