
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করেছে ১৬ সদস্যের এক দল। তবে এবারকার দলে রয়েছে চমক, পরিবর্তন, ও ভবিষ্যতের দিকে তাকানোর ইঙ্গিত। দলে ফিরেছেন লিটন দাস, জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ, আর বিশ্রামে পাঠানো হয়েছে কিছু অভিজ্ঞ মুখকে।
🔁 বদলের হাওয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ওয়ানডে দলেও চোখে পড়ছে পরিবর্তনের ছোঁয়া। ব্যাট হাতে বেশ কিছুদিন ধরে অফফর্মে থাকা লিটন দাসকে আবারও ওয়ানডে দলে ডাকা হয়েছে। যদিও চলতি বছরে ওয়ানডেতে মাত্র ৩৫ রান করেছেন তিনি, তবে বোর্ড এবং নির্বাচকরা তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের ওপর ভরসা রেখেছেন।
নির্বাচক প্যানেলের মতে, “ফর্ম ফিরে পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ম্যাচ খেলা। লিটনের মতো খেলোয়াড়কে ফিরিয়ে এনে আমরা ভবিষ্যতের দিকেও নজর দিচ্ছি।”
🌟 তরুণদের সুযোগ
এই স্কোয়াডে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাইম, শামীম হোসেন, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদের মতো তরুণ ও উদীয়মান ক্রিকেটাররা। তাদের মধ্যে কেউ কেউ সাম্প্রতিক ঘরোয়া লীগ ও ‘এ’ দলের ম্যাচে ভালো পারফর্ম করেছেন, তাই নির্বাচকদের নজর কাড়া স্বাভাবিক।
তানভীর ও রিশাদের মতো স্পিনারদের অন্তর্ভুক্তি বোঝাচ্ছে যে উপমহাদেশের কন্ডিশন মাথায় রেখেই রোটেশনে ভাবা হচ্ছে। অন্যদিকে, তরুণ পেসারদের অন্তর্ভুক্তি বোলিং বিভাগে নতুন দম আনবে বলেই বিশ্বাস।
⛔ বিশ্রামে সিনিয়ররা
দলে নেই অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার—তিনটি বড় ইনজুরির পর তার জন্য রাখা হয়েছে রিকভারি সময়। একইভাবে, বিশ্রামে আছেন নাসুম আহমেদ ও মুশফিকুর রহিম। নির্বাচকরা জানিয়েছেন, এটি ভবিষ্যতের জন্য টিম কম্বিনেশন গড়ে তোলার প্রক্রিয়ার অংশ।
📅 সিরিজ সূচি (বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা)
- ১ম ওয়ানডে: ২ জুলাই, কলম্বো
- ২য় ওয়ানডে: ৫ জুলাই, কলম্বো
- ৩য় ওয়ানডে: ৮ জুলাই, পল্লেকেলে
✅ বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজীদ হাসান, পারভেজ ইমন, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ