পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ ১০ উইকেটে জয়লাভ করে। এই টেস্টে মুশফিকুর রহিম ১৯১ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেন। তার ৩৪১ বলের ইনিংসটি ২২ টি চার ও ১ টি ছক্কায় গড়া।
এই পারফরমেন্সে অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটারের র্যার্ঙ্কিংয়ে উন্নতি সাত ধাপ। বর্তমানে তার অবস্থান ১৭তম এবং ৬৮৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে আরও উন্নতি করেছেন লিটন দাস। ৫৬ রান করা এই উইকেট-কিপার ব্যাটার আছেন ২৭ নম্বরে। ৭৭ রান করে মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে এখন ৮৫তম স্থানে।
টেস্ট বোলারদের মধ্যে ২৩ ধাপ এগিয়েছেন হাসান মাহমুদ। ম্যাচে তিন উইকেট নেওয়া এই পেসার আছেন ৭৪ নম্বরে। তার সতীর্থ পেসার শরিফুল ইসলামের উন্নতি ৯ ধাপ, অবস্থান ৬৪তম। ৪ উইকেট নেয়া মেহেদী হাসান মিরাজ বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে। ব্যাটে-বলে ভালো করে অলরাউন্ডারদের র্যার্ঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করে মিরাজ আছেন দশম স্থানে।