বাংলাদেশ ও পাকিস্তান দুই দলকেই মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেতে হচ্ছে। দুই দলের আর্থিক জরিমানার পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট কাটা গেছে।
রাওয়ালপিন্ডি টেস্ট শেষ হওয়ার পরদিন রোববার সংবাদবিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ম্যাচ রেফারি রাঞ্জান মাদুগালে এই শাস্তি দিয়েছেন।রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটে জিতে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারানোর স্বাদ পায় বাংলাদেশ।
নির্ধারিত সময়ে পাকিস্তানের ঘাটতি ছিল ছয় ওভারের। নিয়ম অনুযায়ী ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তান দলকে। এছাড়াও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল হতে ছয়টি মূল্যবান পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ।
বাংলাদেশের ঘাটতি ছিল তিন ওভারের। তাদের আর্থিক জরিমানা করা হয় ম্যাচ ফির ১৫ শতাংশ। ৩ পয়েন্ট কাটা গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ।
বাংলাদেশের পয়েন্ট কমে তাই ২৪ থেকে হবে ২১। পাঁচ ম্যাচে দুই জয় তিন পরাজয় নিয়ে আগের মতোই পয়েন্ট তালিকার ছয়ে থাকছে তারা। পাকিস্তানের পয়েন্ট কমে ২২ থেকে হবে এখন ১৬। ছয় ম্যাচে দুই জয় নিয়ে তারা এখন আট নম্বরে।