ব্যালন ডি’অর নিয়ে যে রোমাঞ্চতা ছিল তা আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘণ্টা আগে হারিয়ে যায়। আগ্রহটা থাকবে কী করে? প্যারিসের থিয়েটার দু শাতেলেতে অনুষ্ঠান শুরুর আগেই যে ফাঁস হয় এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। গত কয়েক দিন ধরে ভিনিসিয়ুস জুনিয়রের শ্রেষ্ঠত্বের পুরস্কার পাওয়ার যে গুঞ্জন ছিল তা আজ শেষ মুহূর্তে এসে পাল্টে যায়।
ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো জানায় ভিনি নন, ব্যালন ডি’অরের রাতটা রদ্রির। শেষ পর্যন্ত তাই হলো। আনুষ্ঠানিক ঘোষণায় স্প্যানিশ মিডফিল্ডারের নামই জানা গেল। এতে করে দীর্ঘ ৬৪ বছরের অপেক্ষা ফুরাল স্পেনের। যে অপেক্ষার অবসান ঘটাতে পারেননি জাভি হার্নান্দেজ-আন্দ্রেস ইনিয়েস্তার মতো কিংবদন্তিরা। আজ সেই দীর্ঘ অপেক্ষা ঘুচল রদ্রির হাতের সোনালি ট্রফি দিয়ে। ক্রাচে ভর করে শ্রেষ্ঠত্বের মঞ্চে উঠে ১৯৯৫ সালের ব্যালন ডি’অর জয়ী জর্জ উইয়াহর কাছ থেকে সোনালি ট্রফি নিয়ে চুমু এঁকে দিলেন পরম যত্নে।
লুইস সুয়ারেজের পর দ্বিতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি। ১৯৬০ সালে বার্সেলোনার হয়ে মর্যদাপূর্ণ পুরস্কারটি জিতেছিলেন স্পেন কিংবদন্তি। আজ রিয়াল মাদ্রিদ দুই তারকা ভিনিসিয়ুস (দ্বিতীয়) ও জুড বেলিংহামকে (তৃতীয়) পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন রদ্রি। দীর্ঘ ২১ বছর পর এবারই প্রথম সংক্ষিপ্ত ৩০ সদস্যের তালিকায় নাম ছিল না লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কারোরই।
স্পেনের দ্বিতীয় হলেও ম্যানচেস্টার সিটির প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি। সিটি এবং স্পেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই জিতেছেন তিনি। গত মৌসুমে ৬৩ ম্যাচ খেলে ১২ গোল এবং ১৬ অ্যাসিস্ট করেছেন ২৮ বছর বয়সী মিডফিল্ডার। মাঝমাঠের এই ইঞ্জিন গত মৌসুমে সিটিকে জিতিয়েছেন টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা। সঙ্গে সিটিজেনদের হয়ে জিতেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। অন্যদিকে স্পেনের হয়ে জিতেছেন ইউরো। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি।
ব্যালন ডি’অর জয়ীর নাম ফাঁস হওয়ায় পরে অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। অথচ, ব্যালন ডি’অরের রাতে থাকতে একটা বিমানই ভাড়া করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নস লিগ জয়ীরা। সবমিলিয়ে মোট ৫০ জনের প্যারিসে যাওয়ার কথা ছিল।
অ্যদিকে মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন আইতানা বোনমাতি। টানা দি¦তীয়বার মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতলেন বার্সেলোনার মিডফিল্ডার। গতবারও স্প্যানিশ মিডফিল্ডারের হাতেই উঠেছিল। পুরস্কার জিততে এবার পেছনে ফেলেছেন তাঁর দুই ক্লাব সতীর্থ ক্যারোলিন গ্রাহাম হানসেন (দ্বিতীয়) ও সালমা প্যারালুয়েলোকে (তৃতীয়)।
ব্যালন ডি’অরের পুরস্কার জয়ীরা-
কোপা ট্রফি – লামিনে ইয়ামাল (বার্সেলোনা-স্পেন)
মেয়েদের বর্ষসেরা ক্লাব – বার্সেলোনা (স্পেন)
বর্ষসেরা ক্লাব – রিয়াল মাদ্রিদ (স্পেন)
গার্ড মুলার ট্রফি – হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ-ইংল্যান্ড)-কিলিয়ান এমবাপ্পে (পিএসজি-ফ্রান্স)
ইয়াসিন ট্রফি – এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা-আর্জেন্টিনা)
সক্রেটিস পুরস্কার – জেনিফার হেরমোসো (স্পেন)
নারী বর্ষসেরা কোচ – এমা হেইজ (চেলসি-ইংল্যান্ড)
বর্ষসেরা কোচ – কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ-ইতালি)
নারী ব্যালন ডি’অর – আইতানা বোনমাতি (বার্সেলোনা-স্পেন)
ব্যালন ডি’অর – রদ্রি (ম্যানচেস্টার সিটি-স্পেন)