বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। আজ বাফুফের নির্বাচনে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র ৫ ভোট।
মোট ভোটারের সংখ্যা ছিল ১৩৩টি। পাঁচজন কাউন্সিলর ভোট দিতে আসেননি। এর আগে নির্বাচিত সভাপতি তাবিথ দুই মেয়াদে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন বাফুফেতে। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
বাফুফের সভাপতি পদে যে তাবিথ বসতে যাচ্ছেন তা অবশ্য অনেকটা জানাই ছিল। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে যিনি শেষ পর্যন্ত লড়েছেন সেই মিজানুর রহমানের মনোনয়ন কেনাটাই একটা ছিল চমক। দিনাজপুরের এই ফুটবল সংগঠক বাফুফে পাড়ায় পরিচিতই ছিলেন না। এর আগে টানা ১৬ বছর বাফুফের সভাপতি ছিলেন বাংলাদেশের ফুটবল কিংবদন্তি কাজী সালাহউদ্দিন।