আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের দূরে থাকার সুবিধাটুকুই যেন পাচ্ছেন মুশফিকুর রহিম। তা না হলে বাঁহাতি ওপেনারের রেকর্ড ভাঙার সুযোগটা এত সহজে হয়তো পেতেন না মুশি। বাংলাদেশের হয়ে এখন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক মুশফিক।
আজ চেন্নাইয়ে সেই কীর্তিটা গড়েন মুশফিক। ভারতের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ৮ রান করে তামিমের পাশে বসেছিলেন তিনি। আর দ্বিতীয় ইনিংস শুরু করেন সতীর্থকে ছাড়িয়ে যাওয়ার সমীকরণে। ব্যাটিংয়ে নেমে রবীন্দ্র জাদেজার বলে ২ রান নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হন উইকেটরক্ষক ব্যাটার। পরে ব্যক্তিগত ১৩ রানে আউট হলে তিন সংস্করণে তাঁর রান দাঁড়ায় ১৫২০৫ রান।
অন্যদিকে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রান করা তামিমের রান ১৫১৯২। নিজের গড়া কীর্তিটা আজ চেন্নাইয়ের ধারাভাষ্যকার কক্ষ থেকে সতীর্থকে ভাঙতে দেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেন তামিম। এরপর নানা নাটকীয়তার মধ্যে আর জাতীয় দলের হয়ে ম্যাচ খেলা হয়নি তাঁর।
মুশফিকের সামনে এবার সুযোগ বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করার। ৯১ টেস্টে ৫৯১৩ রান করা ৩৭ বছর বয়সী ব্যাটার মাইলফলক থেকে ৮৭ রানে দূরে। ৭০ টেস্টে ৫১৩৪ রান করা তামিম আছেন তালিকার দুইয়ে।
ব্যক্তিগত অর্জন প্রাপ্তি হলেও মুশফিক দেশের হয়ে সর্বোচ্চ রানের চূড়ায় ওঠার মুহূর্তটা উপভোগ করার সুযোগ পাচ্ছেন না। তৃতীয় দিন শেষেই যে চোখ রাঙাচ্ছে চেন্নাই টেস্টের পরাজয়। রেকর্ড ৫১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দিন শেষে দি¦তীয় ইনিংসে করেছে ৪ উইকেটে ১৫৮ রান। জিততে হলে বাকি দুই দিনে করতে হবে ৩৫৭ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৫১ রানের বিপরীতে ৫ রানে অপরাজিত আছেন সাকিব আল হাসান।