বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন। আগামী নির্বাচনে না দাঁড়ানোর সংবাদটি আজ নিজেই নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি। বিকেলে বাফুফে ভবনে এসে সংবাদ মাধ্যমকে নিজের সরে দাঁড়ানোর বিষয়টি জানান তিনি।
আজ এক সংবাদ সম্মেলন করে বাফুফে ভবনে সালাউদ্দিন বলেছেন, ‘চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে, এমন সুযোগ আমার জীবনে এসেছে। এখন বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টোবরের নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।’
কিছুদিন আগে অবশ্য সালাউদ্দিন জানিয়েছিলেন আসন্ন নির্বাচনেও তিনি সভাপতির পদে লড়বেন। গত মাসে ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ নামে ফুটবল সমর্থকদের সংগঠন তার পদত্যাগ চেয়ে আল্টিমেটাম দিলে বাফুফে সভাপতি বলেছিলেন,‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কিভাবে?’
সালাউদ্দিনের এই ঘোষণায় বাফুফেতে একটা অধ্যায় শেষ হতে যাচ্ছে। ২০০৮ সালে প্রথমবার সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর থেকেই সভাপতির পদে রাজত্ব করছেন ৭০ বছর বয়সী বাংলাদেশের সাবেক অধিনায়ক। এবার দীর্ঘ ১৬ বছর ধরে সভাপতি থাকার অধ্যায় শেষ হতে যাচ্ছে সাবেক স্ট্রাইকারের।