মাঠ এবং মাঠের বাইরে দুর্দান্ত এক সময় কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নেশন্স লিগের ম্যাচে গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের রেকর্ড গড়েছেন। পরে সংখ্যাটা ৯০১ করেছেন। গত পরশু আবার বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক মাধ্যমে ১০০ কোটি অনুসারীর মাইলফল ছুঁয়েছেন।
নিজেদের খেলোয়াড়ের এমন স্মরণীয় মুহূর্তের অর্জন গতকাল উদ্যাপন করেছে আল নাসর। রোনালদোকে সম্মননা জানিয়েছে বিশেষ এক জার্সি দিয়ে। হলুদ রংয়ের জার্সিতে উপরে লেখা ছিল ‘গোট’। আর তার নিচে লেখা ‘সিআর সেভেনের’ অর্জন ৯০০ গোল। শুধু ক্লাবই পর্তুগিজ তারকার অর্জনকে স্মরণ করেনি, করেছেন দলের সমর্থকেরাও। গতকাল আল আহলির বিপক্ষে ম্যাচে রোনালদোর ৯০০ গোলের ব্যানার বা তিফো নিয়ে হাজির হন সমর্থকেরা।
ম্যাচ শুরুর আগের মুহূর্তটিকে অবশ্য পরে দীর্ঘায়িত করতে পারেননি রোনালদো। মাইলফলক অর্জনের পর আল নাসরের হয়ে প্রথম খেলতে নেমে গোলের দেখা তো পাননি, সঙ্গে জয় নিয়েও মাঠ ছাড়তে পারেননি। উল্টো হারের শঙ্কা ছিল তারা। শেষ পর্যন্ত অবশ্য হার এড়ায় আল নাসর। তাতেও অবশ্য তাদের কোনো কৃতিত্ব নেই। প্রতিপক্ষ আল আহলির ডিফেন্ডার বাসাম মোহাম্মেদ আলহুরাইজির আত্মঘাতী গোলে মুখ রক্ষা হয় তাদের।
ম্যাচের একদম শেষ মুহূর্তে যোগ করা সময়ের ৯ মিনিটে আল আহলির জয়কে তীরে ডুবে দেন দলটির সৌদি আরবের ডিফেন্ডার আলহুরাইজি। বদলি নেমে খলনায়ক হন তিনি। এর আগে দলের নায়ক হওয়ার কাজটা করে রেখেছিলেন ফ্রাঙ্ক কেসি। ৫৭ মিনিটে বুলেট গতির দুর্দান্ত এক শটে গোল করেছিলেন আইভরিকোস্টের মিডফিল্ডার। কিন্তু সতীর্থের আত্মঘাতী গোলে দলকে ৩ পয়েন্ট এনে দিতে পারেননি ২৭ বছর বয়সী সাবেক বার্সেলোনা মিডফিল্ডার।
গতকাল ভাগ্যের সহায়তায় মৌসুমের প্রথম পরাজয় এড়ানোর পর তাই শেষ মুহূর্ত পর্যন্ত দলের উপর সমর্থকদের বিশ্বাস রাখার কথা জানিয়েছেন রোনালদো। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী লিখেছেন,‘শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখুন।’ এবারের মৌসুমে ৩ ম্যাচে এক জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে বর্তমানে ছয়ে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ২ জয়ে ৬ পয়েন্টে শীর্ষে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল হিলাল।