অবশেষে প্রতীক্ষার অবসান হচ্ছে। লিওনেল মেসি ফিরছেন মাঠে। ২ মাস পর মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। সমর্থকদের স্বস্তির এই সংবাদটি দিয়েছেন ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। আগামীকাল রোববার) ভোরে ফিলাডেলফিলা ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে তার ফেরার অপেক্ষা শেষ হচ্ছে।
গতকাল মেসির ফিট হওয়ার বিষয়টি নিশ্চিত করে মায়ামির কোচ মার্তিনো সংবাদ মাধ্যমকে বলেছেন,‘সে ভালো আছে। গতকাল (শুক্রবার) সে অনুশীলনে ফিরেছে। সে আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত। অনুশীলন শেষে আমরা তার জন্য কৌশল সাজাবো। তবে তাকে ম্যাচে পাওয়া যাচ্ছে।’
সবশেষ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলেন মেসি। চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন আটবারের ব্যালন ডি অর জয়ী। এরপর মায়ামির ৮ এবং আর্জেন্টিনার হয়ে ২ ম্যাচ খেলতে পারেননি। তাকে ফিরে পাওয়াতে ভীষণ খুশি কোচ মার্তিনো। আর্জেন্টাইন কোচ বলেছেন,‘বিশে^র সেরা খেলোয়াড়কে আবারো দলে পাওয়া যাচ্ছে। এ জন্য আমরা অত্যন্ত আনন্দিত।’
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে ২৭ ম্যাচে ৫৯ পয়েন্টে শীর্ষে আছে মায়ামি। আগামীকাল ভোর ৫টা ৩০ মিনিটে ঘরের মাঠ চেস স্টেডিয়ামে প্রতিপক্ষ ফিলাডেলফিয়াকে আতিথেয়তা দেবে তারা। এই ম্যাচ দিয়ে মেসির অবশ্য ফেরার কথাও ছিল। তবে ফ্লুতে আক্রান্ত হওয়ায় মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ হওয়ার শঙ্কা ছিল। ফ্লু একদিনের বেশি স্থায়ী না হওয়ায় ফেরাটা ফিলাডেলফিয়ার বিপক্ষেই হচ্ছে তার। ফ্লু বিষয়ে কোচ মার্তিনো বলেছেন,‘সে ভালোভাবেই অনুশীলন সেরেছে। আমাদের সব সময় ভাবনায় ছিল যে, সে ফিলাডেলফিয়ার ম্যাচে ফিরবে। সৌভাগ্যবশত, শুধু একদিনই ফ্লু স্থায়ী ছিল। তাই গতকাল (শুক্রবার) সে স্বাভাবিকভাবেই অনুশীলন সেরেছে।