প্রিমিয়ার লীগে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। দলের জয়ে ১ গোলর সঙ্গে ২ অ্যাসিস্ট করেছেন মোহাম্মদ সালাহ। নিজের ঘরের মাঠ না হলেও প্রতিপক্ষের মাঠটা খুবই প্রিয় লিভারপুলের মিসরীয় এই ফরোয়ার্ডের। কেননা ইউনাইটেডের ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। প্রিমিয়ার লীগের ইতিহাসে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে অন্য কোনো খেলোয়াড়ের এই কীর্তি নেই।
ম্যাচ জয়ে নিঃসন্দেহে দারুন খুশি সালাহ। তবে ক্লাব সমর্থকদের মন খারাপের সংবাদ দিয়েছেন তিনি। ম্যাচ জয়ের পর এ মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন,
“এই গ্রীষ্মের মৌসুম দুর্দান্ত কেটেছে, নিজেকে নিয়ে ইতিবাচক চিন্তা করার জন্য মোটামুটি সময় পেয়েছি। যেমনটা জানেন, ক্লাবের সঙ্গে চুক্তির শেষ বছর আমার এবং এটি আমি উপভোগ করতে চাই।”
সালাহ অবশ্য তার ভবিষ্যৎ ছেড়ে দিয়েছেন ক্লাবের হাতে। এতে কিছুটা হলেও অল রেড সমর্থকেরা স্বস্তি পেতেই পারেন। তিনি বলছেন,”শেষ পর্যন্ত সিদ্ধান্ত ক্লাবের উপর নির্ভর করছে।”