বলা আর করে দেখানোর মাঝে বাস্তবে যে বিস্তর পার্থক্য তা কিছুটা হলেও টের পেলেন দরিভাল জুনিয়র। যদিও ব্রাজিলিয়ান কোচ নিজের বলা কথার প্রমাণ দেওয়ার যথেষ্ট সময় পাবেন। তার আগে অবশ্য ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হবে।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনাল খেলবে, কোচ দরিভাল ১০০ ভাগ নিশ্চিত বলে গত পরশু জানিয়েছেন তিনি। কিন্তু আজ ভোরে প্যারাগুয়ের বিপক্ষে ভিন্ন এক ব্রাজিলকে দেখা গেল। যারা কিনা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষের কাছে ১-০ পরাজিত হয়েছে। এই হারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপের টিকিট পাওয়া অনেকটা শঙ্কার মধ্যে পড়ে গেছে। লাতিন আমেরিকা থেকে সরাসরি ৬ দল বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করবে। আর ৭ নম্বরে থাকা দলটি প্লে অফ খেলে বিশ্বকাপে জায়গা পাওয়ার সুযোগ পাবে।
বর্তমানে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে থাকলে ব্রাজিলের মাঠের যে পারফরম্যান্স তাতে পথটা কঠিনই হবে তাদের। প্যারাগুয়ের বিপক্ষেই যেমন আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের তিন ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিক নিজেদের কোনো সামঞ্জস্যই সৃষ্টি করতে পারেননি। চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমার ছাড়া যেন সুরটা তৈরিই হচ্ছে না তাদের। তার প্রমাণ ব্রাজিলের সংবাদ মাধ্যম ‘ও গ্লোবোর’ প্রতিবেদনে ফুটে ওঠেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বিশ্বকাপের বাছাইপর্বের ইতিহাসে সবচেয়ে বাজে শুরু হয়েছে ব্রাজিলের। ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ৭১ বাছাই ম্যাচ খেলে মাত্র ৫টিতে হেরেছিল ব্রাজি। আর এবার ৮ ম্যাচেই ৪ হার তাদের।
বিশ্বকাপে সুযোগ পেতে হলে বাকি ১০ ম্যাচে দুর্দান্ত কিছু করে দেখাতে হবে কোচ দরিভালের শিষ্যকে। অন্যথা, ফাইনালে খেলার স্বপ্ন তো দূরের কথা টুর্নামেন্টে অংশ নেওয়ার আগেই নাক কাটা যাবে ভিনিসিয়ুস-নেইমারদের গুরুর। ২০০৮ সালের পর প্যারাগুয়ের কাছে প্রথম পরাজয়ের পর দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথই খুঁজছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস। ডিফেন্ডার বলেছেন,‘আমাদের দল হিসেবে খেলতে হবে। একে-অপরের সঙ্গে সংহতি বাড়াতে হবে। একে-অপরকে সমর্থন দিয়েই আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কাজটা করতে হবে। সেটা ম্যাচে জয় পেয়ে হোক কিংবা ভালো খেলে।’
ব্রাজিলের আগে পরাজয়ের স্বাদ পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ২-১ হেরেছে কলম্বিয়ার কাছে। লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনাকে হারিয়ে একটা প্রতিশোধও নিয়েছেন হামেস রদ্রিগেজ-লুইস দিয়াজরা। সবশেষ কোপা আমেরিকার ফাইনালে আলবিসেলেস্তাদের কাছে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল তাদের। এতে আর্জেন্টিনার টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার দৌড় থেমে গেছে। আর ২০১৯ সালের পর কলম্বিয়া প্রথম জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে। তবে আর্জেন্টিনা হারলেও বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে ব্রাজিলের মতো শঙ্কায় নেই। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।