সময়টা এখন রিশাদ হোসেনের। একের পর এক সুসংবাদ শুনতেছেন তিনি। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার জিম আফ্রো টি-টেন লিগে খেলার ডাক পেয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার।
জিম আফ্রো টি-টেন লিগের দ্বিতীয় আসরে রিশাদ মাঠ মাতাবেন হারারে বোল্টসের হয়ে। দলটি গতকাল বাংলাদেশি অলরাউন্ডারকে সরাসরি সই করিয়েছে। আগামীকাল নিলামের আগে সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি লিগ কর্তৃপক্ষ। হারারেতে সতীর্থ হিসেবে দাসুন শানাকা, জিমি নিশাম ও কেনার লুইসদের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো তারকাদের পাচ্ছেন রিশাদ।
এর আগে টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশের হয়ে খেলেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। মুশফিক খেলেছেন জোবার্গ বাফেলোসের হয়ে। আর বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলেন তাসকিন। টুর্নামেন্টে বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে রিশাদের ডাক পাওয়াটা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কার। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন রিশাদ।
৬ দলের টুর্নামেন্টটি ২১ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৯ সেপ্টেম্বর। এ সময় ভারতে বিপক্ষে বাংলাদেশের টেস্ট থাকলেও রিশাদের সম্ভাবনা নেই স্কোয়াডে ডাক পাওয়ার। আর ৬ অক্টোবর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি শুর” হওয়ার আগেই টুর্নামেন্টটি শেষ হবে। তাই আশা করা যাচ্ছে বিসিবির ছাড়পত্র পেতে সমস্যা হবে না তার। অনাপত্তিপত্র পেলে প্রথমবারের মতো বিদেশের কোনো লিগে খেলবেন রিশাদ।
অবশ্য এই সুযোগ আগেই হতো। যদি বৈষম্যবিরোধী আন্দোলনের কারনে দেশের পরিস্থিতি অস্থিতিশীল না হতো। তাহলে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ রিশাদের প্রথম বৈদেশিক টুর্নামেন্ট হতো। টরোন্টো ন্যাশনালসের হয়ে খেলার ডাক পেয়েছিলেন ২২ বছর বয়সী অলরাউন্ডার। শুধু এই দুটি টুর্নামেন্ট নয়, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও ডাক পেয়েছেন তিনি। হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন তিনি। এই দলের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন রিকি পন্টিং। নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ান কিংবদন্তির কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবেন। যা ভবিষ্যৎ ক্যারিয়ারে পাথেয় হবে তার।