দ্বিতীয় টেস্টে প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর, দ্বিতীয় দিনে বাংলাদেশ টস জিতে পাকিস্তানকে ব্যাট করা আমন্ত্রণ জানায়। বাংলাদেশের বোলারদের অসাধারণ নৈপুণ্যে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করেছে।
দিনের শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু এরপরও প্রথম সেশনে বাংলাদেশের বোলিং ছিল খুবই হতাশাজনক। কিন্তু দ্বিতীয় সেশনের শুরু থেকেই দেখা গেল যেন ভিন্ন বাংলাদেশকে। অসাধারণ বোলিং উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও নাহিদ রানা। বড় স্কোর গড়তে পারল না পাকিস্তান।
পাকিস্তানের হয়ে ফিফটি করেন সাইম আইয়ুব, শান মাসুদ ও সালমান আলি আঘা। তবে তিনজনের কেউই তাদের ইনিংস বড় করতে পারেনি।৬১ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার মিরাজ।(বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে দশম বার ৫ উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ)।তিন সংস্করণ মিলিয়েই বাংলাদেশর হয়ে পাকিস্তানে ৫ উইকেট শিকারের কীর্তি আগে ছিল কেবল মোহাম্মদ রফিকের। কিংবদন্তি বাঁহাতি স্পিনার ২০০৩ সালের সফরে পেশাওয়ার ও মুলতান টেস্টে পেয়েছিলেন এই স্বাদ। দীর্ঘ সময় পর টেস্ট খেলতে নেমে দুর্দান্ত বোলিং করেন তাসকিন আহমেদ। তিন উইকেট নিয়েছেন তিনি।সাকিব ও নাহিদ রানা নিয়েছেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ৮৫.১ ওভারে ২৭৪ (সাইম ৫৮, শান ৫৭, সালমান ৫৪, বাবর ৩১, রিজওয়ান ২৯; মিরাজ ৫/৬১, তাসকিন ৩/৫৭, সাকিব ১/৩৪, রানা ১/৫৮)।
বাংলাদেশ ১ম ইনিংস: ২ ওভারে ১০/০ (সাদমান ৬*, জাকির ০*)।
(২য় দিন শেষে)