জন্মদিনের উপহার এর চেয়ে ভালো কী আর হতে পারত নাজমুল হোসেন শান্তর জন্য! নিজের ২৬তম জন্মদিন উদ্যাপন করলেন ঐতিহাসিক এক জয়ে। তার নেতৃত্বেই আজ পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের জয়ের দিনই ১৯৯৮ সালে পৃথিবীতে এসেছিলেন শান্ত। বাংলাদেশের অধিনায়কের জন্মদিনের আনন্দটা তাই দ্বিগুণ হয়েছে। জন্মদিনে জয় পাওয়া নিয়ে তিনি বলেছেন,‘আলহামদুলিল্লাহ জয় পাওয়ায় খুশি হয়েছি। এটি খুবই বিশেষে এক মুহূর্ত। গত রাতে আমার স্ত্রীর সঙ্গে কথা হলে সে বলেছিল কালকে (আজ) যদি জেত তাহলে দিনটা দুর্দান্ত হবে তোমার। আলহামদুলিল্লাহ আমি ভাগ্যবান। আমরা জয় পেয়েছি। আমাদের জন্য ঐতিহাসিক এক দিন।’ পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ২৩ বছরের হতাশার গল্প পাল্টানোর এক জয় বাংলাদেশের। প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ যতবারই খেলতে গেছে ততবারই মন খারাপ করে ফিরেছে। এবার রাওয়ালপিন্ডিতে সেটা হতে দেয়নি বাংলাদেশ। টেস্ট শুরুর আগে শান্ত নিজেই জানিয়েছিলেন, এবারের সফরে তারা বিশেষ কিছু করবেন। আজ ১০ উইকেটের জয়ে কথার মূল্যও রাখলেন। যেন বোঝালেন এবার শুধু বলার জন্যই বলেননি তিনি। তিন সংস্করণ মিলে ২১তম ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন সেই সব বীরদের ঐতিহাসিক জয়টি উৎসর্গ করেছেন শান্ত। ম্যাচ শেষে পুরুস্কার বিতরনী বাংলাদেশের অধিনায়ক বলেছেন,‘ সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, জয়টা তাদের উৎসর্গ করছি আমরা। সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’